আমি মালা পরাতে গেলেই, বেড়ে ওঠো  তুমি, নাগাল
পাইনা তোমার গলা, আর কত হতে হবে আমাকে নত..?
উপেক্ষার চাদরে  মুখ ঢেকে বসে থাকি আমি, লজ্জায়,
চোখে মুখে বিদ্যুতের ঝলকানিতে  জ্বালা করে  বুভুক্ষু।

স্বপ্নময় সমুদ্রে  কেবল ভেসে চলি, কাল নেই, চাঞ্চল্যে,
জানি  দক্ষ  নাবিক  তুমি, ছলনাতে  ডুবিয়ে  মারতেও
পারো ; তবে  মারো, আমি  ছুটে যাই  তোমাকে  কাছে
পেতে, মৃত্যুর দিকে পা বাড়িয়ে দিই সম্মতি প্রবঞ্চনায়।

আমি  কথা বলতে গিয়ে  দীর্ঘশ্বাস ছাড়ি, যে কথা বলা
যায় না, তা মনের মধ্যে জমাট বেঁধে, সৃষ্টি হয় স্পন্দনে,
দু-হাত দিয়ে আগলে রাখি  নরম পর্দার দেয়ালিকে খুব
অজ্ঞাতেই  ছিঁড়ে যায়, নিকষার আড়ালে  প্রণয়োংশুক।

এখন  তুমি  ঘুমিয়ে  আছো, নির্দ্বিধায়  আমি  তোমার
গলে পড়িয়ে দিলাম মালা, কিন্তু আজ জয়ী হলো কে..?
দুঃখ জয়ের সংগ্রামে  জয়ী আমি, কিন্তু আজ আনন্দ
কোথায়..? অশ্রুভরা দু-চোখ নিয়ে  দাঁড়াতে  পারি না
মাথা তুলে,..
              আজ আমি নাগাল পেয়েও হয়ে আছি নত।