পরিণত চাঁদ  মাথাচাড়া দিয়ে  উঁকি মারে
সমস্ত রাতের  অপ্রকাশিত  শৌর্যের আলো
গ্রহাণু পেড়িয়ে  শুক্রাণুতে  সে প্রকাশ পায়
অশরীরি আত্মায় প্রাণস্থাপন  নবসংস্করণে।

অবিনাশী গর্ভ  জয়যুক্ত হুংকারে  কল্লোল
কালো মেঘ  জঠর তলে  বিদারণে  স্ফুটন
দীর্ঘ শতকের  লুপ্ত গহ্বরে  আশ্বাসে বেঁচে
জ্বলে ওঠে  প্রাণ  বিদ্যুৎ চকিত  আহ্বানে।

পুষ্পিকার প্রকাশ, নিঃশ্বাস বায়ুর প্রসারণে
সন্দিগ্ধ মৃত্যুর অভিমুখ বিরুদ্ধাচাররী গর্ভে
ব্রহ্মাণ্ডের  গ্রহাণু  নিয়ত  পৃষ্ঠভূমিতে  বাধ্য
অস্ফুট পুষ্পনাভি, অনুচরে বলিষ্ঠ, পরিণত
চাঁদের  আলোয়...
       দিব্য চপলতায়  মহার্ঘ প্রাণে  উদ্ধত।