ঠোঁট ফেঁড়ে কথা
   বেড়িয়েই আসে  কৌতুকে
অতৃপ্ত  অপেক্ষায়
    অজস্র আলোর অভিমুখে।

ব্যক্তিগত বাসনার
    প্রতিহত  মুহূর্ত  সামাজিক
সুদীপ্ত চোখে
    ভেসে ওঠে আমার প্রেমিক।

বহুকাল পর, হত্যার
     নিয়মে, আহত  অশ্রুপাত
আদরে  অনাদরে
     শ্রেষ্ঠ অনুরাগের  উষ্ণহাত।

বন্দী আঙুলে
    অলক সাজাই  অভিলাষে
বিষণ্ণবেলায়
  আলো কুড়াই যার বিশ্বাসে।

পরাজিত নই,
     শুধু সাম্যের  সংকেতময়ী
আদপে জীবন
     খুচরো, অতলের সবিনয়ী।

উল্লসিত হাসি
  হাহাকার বুকে একান্ত রাখি
আহত বুকের
   রক্তের ছাপে  চিত্র  আঁকি।