নিত্য আনো পূণ্য-পথে,
অগ্নিশিখায়, জীবন পুড়াই
তৃপ্তি আমার স্বাদের পিয়াস
গর্ভাশয়ের স্বর্গ চূড়ায় ।।
দুঃখ আনো রাতের মাঝে
দীপ্তিহীনে রইবো অভয়
রক্তে ভাসাও উৎসবে আজ
চিত্তপ্রসাদ গণ্য-বিনয় ।।
জাগর আনো দিগ্বলয়ে,
দুর্ভাগা এই অভাব সূচক
ক্রুদ্ধ তরুর ক্রন্দ রসে
হিত স্বীয় হয় নন্দ-মূলক ।।
দৃষ্টি আনো, আলোর পথে,
সূর্যালোকের সর্বনাশী
সুপ্তি-শয়ন তিমির তলে,
শৌর্য প্রভাত রক্তে ভাসি ।।
বিদ্যে আনো, শূন্য ঘটে,
অজ্ঞ আমির আহাম্মক
জ্ঞানের জ্বালায় তীব্র ক্ষুধায়
মরণ আমার মরণ হোক ।।
দীপ্তি আনো গোঁয়ার পথে
আঁধার ঘুচুক জ্ঞানের দ্বারা
অগ্নি শিখায় জ্বলতে থাকি
জ্ঞানহরণে জীবন সারা ।।