ধাত্রী  তোমার  পায়ের তলে  গভীর ক্ষত
শাস্তি  আমার  মরণ বিমুখ  কৃপার মতো
অমৃত তার  জীবন-যোগের  তাপ প্রহারে
নতুন জনম  ত্যাগ করেছি  ন্যায়- বিচারে ।।

বিরস তোমার  মনের মাঝেই  বৃদ্ধি পূরণ
ভাগ্য আমার  দৈব কালের..... চন্দ্রগ্রহণ
অভীক আমি  অভয় তোমার  দুর্বিপাকে
দুর্ভাগাকেই  দিব্যি দিয়ে...  ধরবে কাকে..!

সহজ তোমার  জীবন স্বাধীন  সংবিধানে
আর  কত কী  প্রমাণ দেব  বাক্ নিদানে
শয্যা তোমার  বুকের উপর  শ্যাওলা হত
নতুন জনম  দান করেছ.... কৃপার মতো ।।