হাত বাড়িয়ে হাতের পরশ পেয়েছ নাগালেই
হাত বাড়িয়ে ভরসা জীবন পাইনি বাড়ালেই
সহসা যখন ঘটলো বদল মলিন হলো মুখ
কোন রঙে মোর চিত্ত মাঝে বিছিয়ে দেবে সুখ...!
এখন বর্ষা আশায় চোখ তুলে চাও মস্ত গগনে
হেরো, বিরামহীনে বর্ষা ঝরে আমার নয়নে
আর কতটা পরিত্যাগের জীবন প্রমাণ চাও
মুক্তি খোঁজো, যুক্তি হীনে, ভুক্তি সকল তাও..?
যখন বৃষ্টিহীনে শুকায় মাটি, প্রখর খরায় চোখ
তখন বন্ধ্য করে ছিঁড়লে টেনে প্রাণের নির্মোক
এখন রয় না কিছু লুটতে গিয়ে পাইনা নাগালে
মারার আগে মারছো আমায় ডুবিয়ে পাতালে।
জানি নিত্য রবি উদয় হবে নিত্য রাতের শেষে
প্রণাম জানাই আর দাবি নাই কুটিল পরিবেশে
পাইনি কিছুই, যা চেয়েছি, পাওয়ার অনুপাত...
যা ছিল মোর বুকের উপর তোমার ঘাতক হাত।