গৌরবে নয়,
অযোগ্যতায় গ্রাস করে
গিলে খায় রোজ
বিমুখ সত্তার বিশৃঙ্খলায়,
আঁধারের ঘনত্বের আবরণে।
বেশ আছি,
বেঁচে থাকাই কঠিন,
কঠোরতার আঙ্গিকে
ভিতরে বয়ে যায় রক্তপ্রবাহ,
খুন হয়ে যাই প্রাত্যহিকী
কুঠারের থাবার,
সক্রিয় শানের
নৈমিত্তিক ঘেরাটোপে।
তবুও চলনসই,
জীবিকার অন্বেষনে,
হাসির ধূর্ততায়
জীবনের নিমিত্তে,
বেড়ে উঠি,
সয়েও চলি, বিশ্ব যুদ্ধ।
তবুও ভালো আছি,
আক্রান্ত কোলাহল
নিভৃত মনে,
যোগাযোগে নয়,
মানসিক শূন্যতাবোধের নিদর্শনে।