কাব্য পাতায় রাত্রি আসে, কাব্য পাতার রঙ
কাব্য যখন ফলবতী বউ, কাব্য.... ঘড়ির ঢং
কাব্য আমার রোদন করে কাব্যে ঝরায় জল
কাব্য তখন ভ্রুণমোচনে, কাব্যে ফলায় ফল।
কাব্য আমার অনাদিকাল,কাব্য কালের মিল
কাব্য যখন আলগা তরুণ, কাব্য প্রবীণ ঝিল
কাব্য আমার কুমারী সুলভ, কাব্যে ঘূর্ণিবাত
কাব্য তখন ধ্বংসে গড়ে, কাব্যে সারায় ঘাত।
কাব্য আমার অতল সাগর, কাব্য পাহাড় চূড়া
কাব্য যখন তটভূমিতে, কাব্য.. .. মধুর সুরা
কাব্য আমার তপ্ত ভূমি, কাব্যে..... মরীচিকা
কাব্য তখন তৃষ্ণা মিটায়, কাব্যে নীহারিকা।
কাব্য আমার গয়নাগাটি, কাব্য.... অহংকার
কাব্য যখন শোভন পোশাক, কাব্য হুঁশিয়ার
কাব্য আমার নৃত্য ঘুঙুর, কাব্যে মরণ আশ
কাব্য তখন মর্ত রেণুর, কাব্যে জীবন শ্বাস।
কাব্য যখন ছন্দ তালের, কাব্য সুরের গান
কাব্য আমায় শিল্পে গড়ে, কাব্যে.. মহীয়ান
কাব্য আমার সঞ্জীবনী, কাব্যে... বীর্য জোর
কাব্য তখন নিগ্রো রাতে, কাব্যে উদয় ভোর।
কাব্য আমার কণ্ঠ ধ্বনি, কাব্য মনের মাঝে
কাব্য যখন স্বর্গ সুখের, কাব্য দুখের ভাঁজে
কাব্য আমার নিত্য দিনের, কাব্যে রিক্ত হাত
কাব্য তখন প্রেমিক বঁধু, কাব্যে প্রণয় জাত।