যৌবনের কালান্তরে
আজি মোর জীবনের উত্তরভাগ
ক্ষীণদৃষ্টি দু - নয়ন
মন্থর বিহ্বল দেহমনে বিকম্পিত
ঋতুর ঔদার্যে খসে যায়
গাত্রচর্ম, ঝরে যায় পূর্ণ কেশগুলি।
শরীরের ফুটন্ত রক্তসাগর
আজ নিস্তেজ ধমনী বৃদ্ধ
তারুণ্যের ঘন অরণ্য
অগভীর মৃতক্ষেত্রদ্বারে ছেদিত
সাবালকত্ব মহিমায়
আজ আর স্বপ্ন দেখে না চোখ..
দীর্ঘ কাল এমনই...
চলে যায়, হাহুতাশ আত্ম কলরবে
মাতৃগর্ভ হতে ভূমিতে
পরিনত বৃক্ষ ডালপালায় উদিত
সংসারের সর্দার আমি
মস্ত কান্ড এখন শুষ্ক অপহত।
আমি আজি ক্লান্ত
ক্লান্ত পৃথিবীর বুকে বিচরণ করে
মরুসাগর হতে
মহাসাগরের গভীর তরঙ্গপ্রবাহ তুলে
নীরক্ষীয় নীলিমার
উদ্ধত পথে, আমি ক্লান্ত মৃদুগামী।
আমি মরিব না
বিহগের ঠোঁটে আমার প্রাণের বীজ
নব নব ক্ষেত্রভূমে
লভিব নবজীবন নবতরুণ রূপে
আমি জাগিব আবার...
জঠরের আঁধার হতে আলোকে।