আকাশ জুড়ে
  আনন্দ তার  হাওয়ায় ভাসে
কাব্য গাঁথার
   পাতার ভাঁজে কনক রাশে।

মরুর বুকের
  পথের খোঁজে  উষ্ণতা  সয়
লাগাম  টানা
  বক্র পথে  সে  করিল  জয়।

কি ভেবে  সে
  উদাস  মনের  আত্ম-ভোলা
আপন ঘরে
   বন্দীকে  তার  দেয়  দোলা।

বৃষ্টি হলে
ভাসায় ভেলা আকাশ মাঝে
মৃত নদীর
প্রাণ ফেরে তার পাতার ভাঁজে।

স্বল্প কথার
   গভীর  অনেক  নম্র   মধুর
বিশ্বচরের
নিঝুম তারা কাব্যে ভরে সুর।

অরুণ-শশীর
কিরণজ্বলা যে কথা সে কয়
আকাশ সাগর
নিজের মাঝে পাহে পরিচয়।

যৌবনেরই
  প্লাবন আসে  স্বত্ব পরিনতে
রক্ত শিরায়
রসের রতি  নিশার খদ্যোতে।

পথিক মম
দীর্ঘ পথের  ক্লান্তি  হীনতায়
ঘামের জলে
  কাব্য রচুক   দাহ্য ভাষায়।