আমার যখন  সময় হবে  পড়বো  ঝরে
দিনের বেলা রাতের বেলায় সময় করে
মৌমাছিরা কাঁদবে তখন  ক্লান্ত  পাখায়
মধুর লোভে  থাকবে বসে  শূন্য শাখায়।

বেখেয়ালে গান ভুলে সে.... নীরব রবে
মনের ব্যথায়  শ্রান্ত খরায়.. অধীর যবে
সূদুর দিকের  পান্থ হাওয়া  না যদি বয়
প্রাণ পুড়ে  তার  মৃত্যু হবে.....নিরাশ্রয়।

বিশ্বনভেঃ গুনগুনিয়ে  থামবে  যে গান
শোকার্ততে ঢাকবে রবি  আঁধার সমান।

নিত্য হাওয়ায় করবে  না আর গন্ধ চুরি
ধুলোর মাঝে  রইবে পড়ে আমার কুঁড়ি
অকারণে  দুলবে তখন  দোলনা পাছে
দীপ্ত তোমার স্পর্শে যেমন জীবন বাঁচে।

আর যদি দিন  না ফেরে তো বিলম্বিতে
গান  শুনিয়ো  অন্য শাখায়  আনন্দিতে...

ভরবে না  আর  ধর্মচারী  পুজোর ডালা
কম পড়িবে গাঁথতে গিয়ে  গাঁথার মালা
সময় হলে  যখন আমি... পরবো  ঝরে
বন্ধ হবে... তারও আসা.... নিয়ম করে।