মোর দুই চক্ষু হতে
জলধারা বহে স্রোতে
নিত্য নিরবধি,
উথলিত সমতায়
ছুটিয়া নামিতে চায়
চরণ অবধি।
সায়াহ্নের অন্ধকারে
একেলা নির্জনপারে
যবে বসে থাকি,
হারানোর শতকথা
হৃদকোণে আকুলতা
গর্জে ওঠে ডাকি।
যবে আসি গৃহকোণে
কৌতুহল আনমনে
হেরি শূন্য ঘর,
চারিদিকে দ্বীপখানি
নিভিয়াছে নিশিটানি
হৃদ কাঁপে থর।
তুমি আমি দুইজনে
রসাবেশ বিচরণে
ভ্রমেছি ভুবন,
আজি আমি একাকী
সে দিয়ে গেল ফাঁকি
চির নিদ্রা শয়ন।
আমি গগনের নক্ষত্র
নীরবে চাহিয়া সর্বত্র
শান্ত কৌতুহল,
সে কি আসিয়া ফিরে
জলধারা রুধিয়া ধীরে
মুছিবে নেত্রজল..?