ঈশ্বরের  কোলেই   স্থান আমার,  জানি এখনো
আসন রয়েছে খালি, আর একটু  হাত বাড়ালেই
পোঁছে যাবো মুহুর্তেই অনন্তধামে, সুর-সংযোগে।
সিঁদুরের  কৌটা ভেঙে, কণা গুলো ঝেড়ে ফেলি
বহুদূর  যেতে হবে পথ, সেখানে কণার কী মূল্য..!

এখন নদীর জলে ডুব দিয়ে স্নান সারি এবেলায়
পথ ভর্তি  লোকজন জমায়েত  মিছিলে  শামিল
অভিবাদন জানাবে, পবিত্র শরীরে  চরিত্র শেষে।
আমার গোপন যাত্রা  বায়ুভূত হবে আজ শমনে।
এখন খুবই বলিষ্ঠ  ঘুমন্ত চোখে অনন্ত রোমাঞ্চে।

এখন  আগুনের  উল্লসিত গৌরবে  ঝলসে  উঠি
আনন্দ পাই, চমৎকার  লাগে আগুনের  সহবাস।
গোপনে অরবে  সহ্য করি, দুঃখ নেই  অভিযানে...
অভিমান, অভিযোগ, কদর্য ভালোবাসার নিষ্কৃতি।

এখন অনুসরণ করে চলেছি মহার্ঘ জ্যোতির পথে
অলংকারহীন  রুচিবিরোধে, অপত্যের স্নেহ দায়ে...
জানি এখনো  আসন রয়েছে  খালি, আর  একটু
হাত  বাড়ালেই  পৌঁছে  যাবো...ঈশ্বরের কোলে
চাইবো না আর জীবন্তরূপ, জায়গা চাবো  নিবন্ত।