আমার জীবনে  ভালোবাসা  এলো কীভাবে..!
কান্নার মাঝে  সুখ, দুঃখ  জমা ছিলো
চিরকাল কোন  অপরিচিতির  কাছে..!

আমার জীবনকে  তোমার সমাধিতে  নিয়ে যাও
কেন বারবার  নিঃশব্দে  চলে যাও  সমাধা করে..?

দিগন্তের নীলাভ  অন্ধকারের  নির্ভীকতা
আকাঙ্ক্ষায়  জাগ্রত থাকে  সর্বদাই...

নবীনবসন্তে  এইতো আছি  জীবন্ত গত
তবে, জেগে উঠতে কেন  ভয়  হয় আজ...
তুমি আমার  হৃদয়ে ভালোবাসা  এনেছো বলে..!