আর  নয়  নীরবের  শঙ্কিত  ভাষা
                    দুর্দিন  মুছে  গেছে  বন্দনায়
স্বপ্নের ছবি গুলো নয়নেতে ঠাসা
                   ঝরে  যাওয়া  শোণিত কণায় ।।

মৃত্যুর  সমাদর  বুকেতে  আপন
                 নিনাদিত শস্ত্র  যুদ্ধের আসরে
গগনের পানে চেয়ে রাত্রিযাপন
               কবে ধ্বনি স্বরিবে শান্ত বাসরে ।।

আকাশের  প্রাণ জুড়ে ঘনসাদামেঘ
                      জননীর  কোল শুধু খালি
আঁচলের স্নেহ ভুলে..... শুধু  উদ্বেগ
              জননীর  পায়ে সঁপে  রক্ত ডালি ।।

রঙে রঙে রামধনু  রঙের ছটা
               শ্যামলী ছেয়ে যায় রক্ত ধারায়
পায়ে পিষে রক্ত  কাদায় জটা
             কাদাপথ  শুষে হয়  শক্ত কাদায় ।।