বক্ষ চিঁড়ে শিকলে বাঁধি খাঁচা,
খাল কেটে রক্তে ভাসাই মাটি
হট্ট-গোলে যখন ভরে মাচা,
শোনো না তুমিই কান্নাকাটি...!
এক শরীরে রক্তেরই আজ ঢেউ,
নেত্রী তুমি নাট্যকারের ছবি
ধর্ম জানে, আর জানে না কেউ,
মৌন রত তোমাতেই সম্ভবই ।।
ধূম্রে ওড়ে শান্তি আরাম সব,
শক্ত আঙুল আলগা হয়ে যায়
যেই শিয়রে পিদিমের বৈভব,
ফুরিয়ে গেছে তোমার তমসায় ।।
বিষাদ দিনে সূর্য্যি ঢাকে মেঘে,
জ্বলছে আমার রক্তাক্ত লাশ
প্রহর ধরে রইবে না কেউ জেগে,
শীর্ষে উঠে হয়েছি অবিনাশ ।।