নিত্য যারে পাইনা আমি, নিত্য তারে চাই
পিত্ত আজি হয়রানিতে, চিত্ত দলে খায়।
চিত্র শুধু যা দেখি রোজ, বিচিত্রতার রূপে
তত্র সেথায় ডুবছি আমি প্রমত্ততার কূপে।
ক্লান্তি যখন প্রান্ত ছেড়ে রোগ শাসনে ভুগে
শান্তি তখন সান্ত্বনা দেয়, অস্থিরতার যুগে,
শূন্য ব্যাকুল শূন্যতাময়, জীবন শূন্যজলে
সঙ্গ আমার সঙ্গীহীনে, পঙ্ক ধুলায়...মলে।
অঙ্গ আমার গম্য হয়ে, রম্য তোমার মুখে
উষ্ণদেহ কৃষ্ণ রাতে, পাগলামো এক সুখে।
রক্ত আমার ভস্ম করো, রহস্যময় চোখে
মদ্য আশে খাও তা চুষে... বীর্য আলোকে।
বন্ধু বলে অন্ধ করো, বন্দী করো... ফাঁদে
ওষ্ঠ আঁচে রুষ্ট তোমার, পোড়াও আহ্লাদে,
নগ্ন কোমর দাগ এঁকেছি, রুগ্ন দশায় এসে
ঘুমাও এখন, পিন্ড খাব, ক্লান্ত দহন শেষে।