তরল আঁধারের মাঝে
ডুবে দিয়ে
বসে আছি কবে
উঠতে পারিনি
তার তলে বাঁধা
অদৃশ্য জাল ছিঁড়ে
নিঃশব্দ ব্রহ্মাণ্ডে
লিপিবদ্ধ জীবনের
পক্ষান্তরণে।
ক্ষুধা- ক্লান্তি- তন্দ্রা
গ্রাস করেছি
অনির্বচনীয় ভয়ে।
শিকারের
শেষ দিনেও,
ধুলোয় ভরেছি আকাশ।
সমস্ত কিছু নশ্বর করে
খাব এখন...
একটু নক্ষত্রের আলো।