তবুও
   উপেক্ষায়
        জয় করে ফিরি
                         মৃত্যু...
বিবিধ
    চরিত্র
          চতুষ্কোণে
             পরাজয়ে  মৃত।
জীবনের
          জোয়ার
      দুরন্ত
            দানবের নৃত্যে,
রূপ দেখায়
   উন্মাদ
          প্রগাঢ়ে
             আসল বীরত্ব..।