রাত্রি আমার  কাঁদিয়ে বেড়ায়
     বাড়ায় না  কেউ  হাত
সামনে  আমার  যা  পড়ে রয়
       দুঃখেরই  সংঘাত....

একে একে   হারিয়ে  যাওয়া
      ছড়িয়ে যাওয়া  দুঃখ কুড়োই
বিদায় পথের  শেষ দেখাতে
       দৃষ্টিপাতের  অশ্রু  গুলোয়...

ভাবি  নিমেষ  এই  অবশেষ
    স্রোতের মতন  সময় যাবে...!
'মিলন  সুখের  সর্বমায়া
  মলিন  দেহের খর্বছায়া'...
     আপন হাতে  কে মোছাবে...?