পায়ের  তলে  ক্ষুদ্র আশীর্বাদ
হাস্যমুখে  তুলে আনা  যায়...!
স্বর্গ থেকে  পাঠানো  সংবাদ
সর্বনাশের  স্রোতের বন্যায়...?

হিল্লোলিত  ক্ষুদ্র আমার প্রাণ
ঢেউ খেলানো  নৃত্য দুর্দম
জন্ম আমার  মৃত্যু  সন্দিহান
সচল বিমুখ.... পঙ্গু সুগম ।।

চোখের কোণে  নৈরাশ্যের কূপ
সব ডুবে যায়  ঐশ্বর্যের কর
আত্ম- প্রাণও  শঙ্কা ভয়ে  চুপ
দীপ্ত- কিরণ  লুপ্ত- অনুচর ।।

নরক থেকে নিত্য আসে ডাক
ত্বরান্বিতে লুকিয়ে রাখি ছাপ
স্বর্গ আমার জীবন জ্বলে খাক
শস্ত্র পায়ের  নদ্ধ- অভিশাপ ।।