অবশ্য জ্বলে পুড়ে
খাক হয়ে গেছে,
নতুন করে
উৎসবের তেমন কোনো
উন্মাদনা নেই আমার
আঁধার মাঝে,
ঘর বেঁধে বাঁচি,
অভিশপ্ত জীবনে।
কুঁজো হয়ে
চলতে চাইনি
নিঃসঙ্গতায় পৃথিবীতে
কল্পিত স্বপ্নের
অনন্ত লাজে,
অক্ষম কৃতদাসের
অনৈক্য মিছিলেও
পা টিপে হাঁটি
আত্মরক্ষার্থে।
এখন ভণ্ড সেজে
বসে থাকি,
কৌতুক মুখোশে
আড়াল, সভ্যতার
মৃদু কৌশলে
সাম্প্রতিকতার
সুতোর বুননের
মাহাত্ম্যকে
গ্রাস করে নরাধম।
নিষ্ফল হাতছানি,
ব্যয়সাধ্য
পণ্যের রসিকতায়
দুর্লভ জীবন,
স্বাক্ষরিত চাক্ষুষের
বিজয়োল্লাস
পালিত হয়
জন্মবাসরে,
দগ্ধ জীবনের বিপ্লবে।