তোমার চরণে.... নত গর্দানে
            মেনেছি আজি  আপন হার
বিরহ বেদনে.... যেন নির্জনে
           ধ্বসে পড়ে  মেঘের পাহাড়।।

ক্লান্ত মূর্তিতে.....  গ্রন্থ রচিতে
            শুনেছি  যে পথিকের গান
স্বপ্ন চকিতে.... ঝুটা কল্পিতে
             অশ্রু ঝরায়  কঠোর প্রাণ।।

তোমার বক্ষে... জলদ চোক্ষে
            দেখিছি ভাবের  কত খেলা
পলিত পক্ষে... কামের মোক্ষে
           ধ্বংসে গেছি  স্নেহের বেলা।।

দিন প্রভাতে..... রবি আভাতে
          মেলিছি চোখের  দুটি পাতা
জীর্ণ আশাতে... অঙ্গ ভাসাতে
          ভেসেছে গানের  খিন্ন গাঁথা।।

দেখো প্রেয়সী.... রক্তিম উষসী
          ধ্বংস করে  জিতেছ আবার
আমি উদাসী.... নীরবে হুতাশী
        হেরেছি আজি  তোমাতে হার।।