এই যে  আমার  পথের রেখা
            জটিল কুটিল  খন্দকানায়
অন্ধকারে  সুখ ডুবে খায়
           দুখের জীবন  কবরখানায় ।।

সঙ্গোপনে  যে পথ ধরে
        চলছি আমার  সঙ্গে  কেবল
স্বপ্ন মিলন  তন্দ্রা বিধুর,
        দাগ  রেখে যায়  বিত্ত  মহল ।।

মদ্য ধোঁয়ায়, ফুলের সুবাস,
          শেষ জীবনে  গাত্র পোড়ে
গগন কানন  মরণ যেথায়,
           খুঁজছি তাকে  বরণ করে ।।

মঞ্জরি আজ  গঞ্জনা দেয়
          মুকুল  আকুল  সন্দিহানে
আর কতপথ  চললে সেথায়,
            সিদ্ধি পাবো  ভাগ্যদানে..!