এখন গভীর রাত_
হয়ে আছে চারিদিক নিস্তব্ধ
শোনা যায় কীট পতঙ্গের শব্দ
কুঞ্জবনে তোলে বিকট সুরের আঘাত ।
এখন ভীষণ একা_
পড়ে আছে অসারে শূন্য দেহ
আঁধারে আছি দেখার নাই কেহ
খুঁজিতে গিয়ে পায় যদি কেউ দেখা ।
এখন বইছে বাতাস_
বাহিরে চারি দিগন্ত জুড়ে
নিবিড় বনের প্রলেপ মুড়ে
হচ্ছি না তাই ভ্রান্ত হতাশ ।
জ্বলছে এখন তারা_
মিটমিটিয়ে বিপুল আকাশেতে
চন্দ্র ছায়ার কোমল আভাসেতে
ব্রহ্মান্ডে করছে পুলক আলোক সারা ।
নিভিয়া আসে পাতা_
মোর স্বপনের দুই চক্ষু হতে
বিচিত্র ভুবনের আঁধার স্রোতে
নিত্যনব স্বপ্ন যত চোক্ষে গাঁথা ।।