চন্দ্রালোকিত পথে,
       প্রণীত  আপনার
              অনুচ্চারিত  ভাষা
পৃথিবীর আরও
      গভীর  অরণ্যে
       বেড়ে ওঠে  ভালোবাসা।

আধো চোখ
      পথের গায়ে,
     আধো চোখ নিজের ভিতর
কঠোর পোশাকে
    বলিষ্ঠ আমি
        নকশা ছাঁচে  বিস্ময়কর।

বিদ্যমান কৌতুহলে
          ভবিতব্য  মৃত্যুর
                  জন্ম  অতিক্রান্ত
রক্ত মজ্জায়
   অস্ত্র হাতে  সংসার
           পর্যায়  নিত্যই সম্ভ্রান্ত।

দুমুঠো  ভাতের ক্ষুধায়
      রিক্ত আমি
               বিত্ত ধূসর  সন্তাপ
ঋণবদ্ধ  দৈনিক
    নিরাহার অশ্রুঘামের
                 কটাক্ষ  সংলাপ।