ত্যক্ত মরু পেড়িয়ে এসে
খোঁজ পেয়েছি তরুলতা
কত দিনের শাপের ঘাতে
নীরব রাখো দুখের কথা ।।
জীবন ঝুঁকি খরবায়ু বেগ
সহন করো কোমল দেহ,
গর্ভে রাখো ব্যাপ্ত করে
আমিই যে তোর তনয় নেহ ।।
নিত্য তুমি ধনিক রাজা
আত্ম প্রজা তোমার ছায়ে,
অলস দিনে শ্রান্তি ধারায়
ঘুমিয়ে পড়ি নিরুপায়ে ।।
বিশ্ব প্রাণে, ভানের ঢেউয়ে,
নৃত্য করো গুল্ম শাখা,
সৌম্যকুসুম দরাজ ঢঙে
যার রঙেতে ভূষণ আঁকা ।।