তবে ক্ষমা করো,
ছন্নছাড়া হয়ে
রয়ে যাবো আমি
বন্দী মানুষের মতো
কণ্টকি শিকল
শরীরে পড়ে
শতাব্দীর বারান্দায়
সৌহার্দ্য জন্মের
অশ্রুপাতে,
প্রতীক্ষা তোমারই,
দরজা খুলে
বুক কেঁপে ওঠে।
শূন্যের সমারোহ
পাতার ফাঁকে
প্রতিদ্বন্দ্বী আমি
নির্জন সন্ধ্যায়
ঘনিয়ে আসে
অন্ধকার, বৈশাখে
আর দেখা না হোক,
চুপ থেকো
চোখের বিরহে
প্রেমিকার দু-চোখ
ভিজে যাবে যখন
... জোয়ারে।
তবুও তো কোনো
কথা আসে না,
উঁচুতে নীচুতে
বেমানান লাগে,
উপমার ঠোঁটে
স্মিত হাসি নেই
জীবন্ত প্রাণে
জড় বস্তুর উপাদানে
অনাদৃত দম্ভ
নিশ্চয়ই খামতি আছে,
ভালোবাসার মূল্যবোধে।
তবুও তো গর্ব করি,
বুকে জড়িয়ে
সৌজন্যতায়
অধিকার করে বসি,
এতোটা প্রাপ্য
আমার নয়
নিঃশব্দ
চোখের ভাষায়
জীবন চলবে না জানি
তবে,
নির্দয় অসতর্ক প্রেমিকের
প্রেম ক্ষমা করো....