হাসলে কেহ ভাবে বোকা
কাঁদলে কেহ ভাবে ধোকা
মিশলে কারো বন্দী প্রেমে
করলে প্রকাশ যাহি থেমে
স্বভাব চিহ্নে আত্ম-প্রকাশ
স্বপ্নে নিজের চিন্তা হতাশ
বাসলে ভালো যে পরিমাণ
তার বদলে কী পাবো দান...!
জীবন আছে মরণ ঝুঁকি
আশ হুতাশেই সফল দুখী
চেষ্টা গেলাম করেই কতো
খেয়াল আমার আশাহত
মিটল না সাধ তার চেয়ে কী
নই সে আমি অসার মেকি
বুঝলে তুমি আর যাহাকে
রইলে সদাই অবুঝ ফাঁকে...!
বাঁধলে আমায় যে শিকলে
ভাঙতে গেলে যায় বিফলে
যেই মন সাধ দিন-রজনী
ভাঙতে গিয়ে হইলো খনি
ধীরে ধীরে তোমার লাগি
হলাম কেবল ঘাতন দাগী
যা করিবার.. সব করেছি
প্রাণ মেলেনি ঘাত সয়েছি...
আজকে অচর তিমির ছায়ায়
ভাসছি কেবল অশ্রু-ধারায়..!