আর কত ঋণে অবশিষ্ট রবে,
রিক্ত হাতে হানাহানি
দুর্গম পথের ক্লান্তি বিরাজে,
দৈন্যের সংসার টানি।
মূল্য তারই নেপথ্য শিবিরে,
শক্তি বিকলে দেহহীন
সঞ্চিত পুঁজি জীবনের পথে,
ন্যস্ত আমি রাত্রি দিন।
সম্মুখে ছল আমার আমিতে
লজ্জিত বিদ্রুপে
দেবতার মোহে সম্ভ্রমে চলি,
প্রসন্নে থাকি নিশ্চুপে
ব্যঙ্গ করে... অদৃষ্টের.. ছলে,
মাতালের একান্ত মদে
নিরাসক্ত রসে.... পূর্ণ আমি,
দেবতার অশ্রু-নদে।
দেবালয়ে বাঁধি পুষ্পের হার,
প্রয়োজনে বিভূষণ
আড়ালে গড়ি স্বর্গের কায়ায়
সজ্জিত সিংহাসন
বিদায়ের ধ্বনিতে দগ্ধ মশাল,
স্মৃতিপটে অবক্ষয়
বারবার আমি লীন হতে গিয়ে,
পেয়েছি জ্যোতির্ময়।