নগ্ন পদে পথ চলেছি ভুল ভেঙেছি অবিশ্বাসে
মস্ত উঁচু শির তুলেছি ধীর করেছি সৈন্য ত্রাসে ।।
পশ্চিমে যাই অস্তরাগে সূর্য চোখের অগ্নিপাত
পূর্বে আমার নগ্ন জীবন সর্বনাশের সর্পাঘাত ।।
নিম্ন দেশের শৌর্য বেলা ধ্বংস হয়ে অস্ত যায়
অধিষ্ঠিত বিত্তবানের অশনি তেজ খর্ব- কায় ।।
শব্দহীনের কান্না সুখের হাস্যদুখী গুপ্ত ছায়ে
জল শুকানো অশ্রুনদে বন্যা ভাসে ত্রস্ত পায়ে ।।
পশ্চাতে হাত অস্ত্র মুড়ে মস্ত স্রোতে স্কন্ধ ফাড়ি
শতাব্দী তার চমক আনে নিত্য যুগের ধর্মচারী ।।
নগ্ন জগৎ ভগ্ন দশায় গিলছে স্বাদে পিণ্ডি রস
নগ্ন পথের অসাড় জীবন দগ্ধ মরু ঘিঞ্জি ধ্বস ।।