বিধুরে রয়েছি জেগে, একাকিনী অন্ধকারে
সৃষ্টির শিরায় অপূর্ণতা, সঞ্চারিত জলাধারে
কর্মক্লান্তি ধুয়ে উঠি, যুগের বিস্মৃত অধ্যায়ে
নিঃশব্দ অঞ্জলির সুর, বর্ধিত প্রত্যহ পর্যায়ে।
অনন্ত কালের মায়াজাল, ভুলে যাই সারমর্ম
অলক্ষ্যের শূন্যের উপর, খণ্ডিত প্রেমের ধর্ম
প্রচ্ছন্ন ইঙ্গিতে মূল্য পায়, পথপার্শ্ব বিশ্বচরে
সংকেতবাহী অশ্রু-জলের, স্তিমিত নির্ঝরে।
অবাঞ্ছিত লেখনীর গুণ, কাঙ্ক্ষিত গৌরবে
অভ্যাসে ছুঁয়ে যায়, ঘাতকের নরম বৈভবে
গভীর উৎসের অনাদি রাত, অপূর্ণ কিরণে
ঐক্যের বিমর্ষ আত্মহারা, অনিন্দিত মননে।
জন্মের লগন বসন্তের রঙে, রঞ্জিত লোকে
তীর্থের তরী ভাসমান, ঐশ্বর্য বিনাশ চোখে
সুদূরের ভূমিকা সর্বোত্তম, আগন্তুক পথিক
চঞ্চল আমি ধ্বংসের শিরে, সহিষ্ণু নির্ভীক।