বাবা তুমি
      .. বড্ড বাজে
গিয়েছ চলে
     .. দূরের কাজে
তাইতো আমি
     .. পকেট ভাঁজে
দিয়েছি রেখে
      ... তোমার চুমু।

মা জানো তো
       ... দুঃখী নারী
কয় না কথা
       .. তেমন ভারী
টানা এক
      ... বাতাস ছাড়ি
লুকিয়ে কাঁদে
      ... ঘরের কোণে!

বিশ্ব আমার
       .. মলিন ভীষণ
পত্র বিহীন
      .... গাছের মতন
রৌদ্র তাপে
       ... পুড়ায় গড়ন
তবুও থাকি
       .... তাহার তলে।