আজি মোর  তব কাছে  শেষ আর্তনাদ
মরম মাঝে  খন্ড করে  ভেঙে দাও বাঁধ
সংশয়ের  দৃঢ়তা  যত  অন্তর  মাঝারে
জ্বলে ওঠে রোষানলে  স্ফীত আকারে।

কখনো তা  সহিতে যাই, সুখেরে  ভুলে
পুড়িয়া যায়  হৃদয় মোর  তাহারে ছুঁলে।
তব লাগি  বীর্য দেহ  ক্ষয়ে  ক্ষয়ে  যায়
বিহ্বল  প্রাণে প্রেম  বহিব  কী  আশায়..?

আছে যত  দুঃখ  রোদন  শান্তি  ছলনা
চুঁইয়ে পড়ে  ভূমি  ভেজায়  অশ্রু কণা
আমি পারি  হাস্যমুখে  লুকাইতে  ক্লেশ
অবহেলা  অনাদরে  সহিয়া  শত  শ্লেষ।

তুমিই  পেরেছ , দলিয়া চরণেতে মোরে
সুখেরে আত্মসাৎ করি, ধূলায় চূর্ণ করে।
স্খলনপতন  করে যাহা  করিনু শিরনত
প্রাণ-বন্ত  হুঁশিয়ারে  রয়েছ  তুমি  উন্নত।

প্রত্যহের  নিত্যবিবাদ  মননেতে একাকী
ভয়ংকর  জ্ঞানহীনে  নিশ্চুপে  সদা রাখি
সরলতার প্রেমরসে  ফাঁদিলে  যবে ফাঁদ
সে ফাঁদ টুটিতে গেলে বাজে চোরানিনাদ!