শ্বাস চেপে  ঝাঁপ দিই, বায়ুহীন বুক
অস্থির, ঢেউ ঘাতে, হই যদি  মৃত
সকরুণে  কেউ কি  হাত  বাড়াত..?

ব্যয়ে ব্যয়ে জীবনের নেই অভিমুখ
ধ্বনি তুলি নিষ্প্রাণে শেষ বিচ্যুতি
ন্যায় অন্যায়ে জ্বলে  কার বিভূতি..?

দিকহারা স্রোতে ভাসি ছেদ পসরা
অতলে  টেনে নেয়  মৃত্যুর  খাদ
কাদামাটিতে পাবে রক্তের স্বাদ..?

সব জল পান করি, পৃথিবীতে খরা
বেহাল,  বিপর্যয়ের  ধৃত মৌসুমি
কান্নার অশ্রুতে  ভিজবে না তুমি..?