শূন্য নিবিড়  জনপথ হতে
ছুটেছে ধারা  অচীন পথে।
           মৃদু হীমবায়ুর পরশ আসে
           গায়ে লাগে  স্নিগ্ধ আকাশে।

নামহীন  শত রঙের ভিড়ে
মাগে মোর মন ঘুরে ফিরে।
           কে জানে সে কোথা যাবে
           ঠিকানা তারা কোথা পাবে..!

এই যে পথ বক্ররেখায় টানা
আজ হবে  কে কার অজানা!
        মনে ভেবে বহুদূর যাচ্ছি চলে
        দূর হতে  দূরে, দিগন্ত  ফেলে।

এসো তুমি,প্রভাত রবি কিরণ
উজ্জ্বল করো  আঁধারিত মন।
       এসো হে, এসো  বিন্দু শিশিরে
       উথলে পড়ো নুইয়ে তৃণশিবিরে।

শোনো হে আকাশ, শোনো গান
বিহগের কণ্ঠে তার সুমধুর স্থান।
     এসে হে, মেঘমালা পাতে করো ক্ষয়
      তুমি পাবে ঠিকানা,আজিকে তা নয়।