এবার তুমি হাত ধরো, এগিয়ে যাই, আর নতমুখ নয়
চোখে চোখ রাখো, ঋতুর ঔদার্যে  ঝরে যাওয়া  শুষ্ক
পাতা আবার সতেজ হয়ে উঠুক, পথ বেশি দূরে নয়
ওই পারে  বসন্ত প্রবাস, চিত্ত মাতানোর  ডাক আসে
আমার কাছে, জানান দেয়  ফাগুনের উন্মত্ত হাওয়া
তোমার চোখে চোখ রেখে ধ্বংস হবার আগাম বার্তা।

এবার তুমি  হাত ধরো, আমার অশ্রুসিক্ত  চোখ মুছি
জানি বিষাদে নয়, তোমার উজ্জ্বল  নক্ষত্রের জ্যোতি
আমার  অশ্রুকণার মাঝে  প্রতিবিম্বিত হচ্ছে  অবাধে
এখন আমি উত্তাপ চাই, ঋণী হতে চাই  বুকের কাছে
হৃদয়ে বহা  স্পন্দনের সঙ্গীতের সুরে বেঁধে নিতে চাই
জ্যোৎস্নাময় রাত, বিস্মৃতির সন্ধিতে  করব স্মরণিকা।

এবার তুমি হাত ধরো, শ্রান্ত যৌবনের পিপাসা মিটাই
তোমায় ছুঁয়ে, এবার দ্বার খোলো, ভিতরে যাই আমি
তরঙ্গাকুলা অচিরপ্রভায়  ক্রুদ্ধ লোভে  দম্ভোক্তি করে
শরীরের সবচেয়ে উষ্ণতম স্থানে গিয়ে  পৌঁছাই  যদি
গুপ্তচরে, সে তো স্বর্গের দেশ তোমার, আমি পলাতক
ছদ্মবেশী হয়ে বলবো বারেবার এবার হাত ধরো তুমি
এগিয়ে যাই...।