সহজ নয়,
... তবুও সহজ হয়েছে আজ
শর্তের মুখে প্রাণ ঢেলে,
... সমর্পণ করা জীবন ...
সমস্ত ত্যাগে,
... উচ্চাশার প্রাচীর মুহূর্তে
ভেঙে গিয়ে, আজিকে ধূলোতে মিশে
হয়েছে ধূলিময়, বিষম 'সন্ধিক্ষণে।
স্বপ্ন ঘেরা,
... দুটি চোখ আজ তমসাচ্ছন্নে
অবসাদ যাপন করছে,
.. গোপনে অশ্রু ফেলছে প্রতিমুহূর্ত।
ঝিমানো চোখে,
... শান্তির ঘুম, আজ অতীত,
ক্লান্তি আসে, ক্লান্ত দেহ লুটিয়ে পড়তে
চায়, মাটিতে, পারে না, অধীরতায় !
সতত প্রাণে,
.... নাড়া দেয় উদ্বেগ,
যেই শর্তের মুখে প্রাণ সমর্পণ করা,
সেই জীবনকে আজ তাড়িয়ে নিয়ে বেড়ায়
থামতে দেয় না, ক্ষণকালের জন্যেও..!
সহস্র চাঁচল্যে,
.... বক্ষে দুঃখ চেপে, দৈন্যের সংসার
দুয়ারে এসে, শক্ত হয়ে দাঁড়িয়ে
....... অশ্রু লুকিয়ে, নিত্য হেসে
কথা বলার মতো...
সেই শর্তে বাঁধা মনোনীত জীবন...
সহজ নয়,
.... তবুও সহজ হয়েছে আজ, নির্দ্বিধায়!