অন্ধ যৌবন, মোহময় লালসায় ঘিরেছে সদা
লক্ষ লক্ষ অভেদ্য পথে সুন্দরের আনাগোনায়
জীবনের কত অসহিষ্ণু জীবন্ত মহীরুহ তলে
হেরি কত মৃত পত্র ক্ষয়ে গেছে, আমারই মতন..!
এখন কাঙালের মতন আমি দীর্ঘ নিরালা পথে
ত্রস্তপায়ে ছুটে যাই, গিয়ে থামি, ছাড়ি দীর্ঘশ্বাস
এ বায়ু জানি তবু স্পর্শ করে যায় তার শরীরে
তবুও কি হয়না মায়া, যতকাল ইশারায় ছিল
বিজনে কথা চলা, আজ শুধু স্তব্ধজড়তার ভার..!
মানিনি আমি, তবুও অবাধ্যতায় জানি সুগন্ধের
নেশায় শান্তি পাবো বলে দুঃখ ভুলেছি একাকিত্বে,
ভেঙেছি সংকুচিত দ্বন্দ্বের বাঁধ, ভ্রাম্যমাণ জীবনে,
জানি প্রবাসী তুমি, ধরা তো দেবে না সহজে, তাই
দুর্লভতা ছিনিয়ে নিতে শাস্তি পেয়েও, করি সংগ্রাম..!
জানি সময় হবে না, চিনতে পারিনি, চিনে নিতে
বেলা গেছে বয়ে, তবুও আমার নিদারুণ দুটি
আঁখিতে সকরুণ গভীর ভাষা, আর করবো না
ব্যক্ত, সমস্ত জীবন জ্বলে যাবে যখন,গলে পড়ুক
অঝোরে, তখনও আমি থাকি না হয় প্রতীক্ষায়..
তারপর.... দূরে যাই চলে..!