ঘৃণা ভরে
জীবনের সমস্ত
উৎফুল্লতা ত্যাগ করেছ
গৃহস্থ বাড়ির
আকাশেতে
প্রতীয়মান বিদ্রুপে।
সঙ্গহীনের
সঙ্গীর আশ্রয়,
ঠাঁই মেলেনি অবহেলায়
ধ্বসে ধ্বসে
গেছে, জীবনের
সঞ্চিত সুখটুকু।
এখন আর
শক্তি নেই, বিহ্বলে
পরাস্ত, তেজস্বী ঘর
তবুও তো
বেঁচে আছে কিছু,
মরণের তাগিদে
উন্মুখ মিথ্যা
প্ররোচনায়,
প্রভাবশালী জনৈক পথে
স্বভাবগত গর্বে
সঙ্গতিহীন
বর্ষীয়ান কক্ষপথে।