মস্ত আকাশ মাথার উপর
পায়ের তলায় নরম মাটি
ভার বহানো পাষাণ শরীর
আতান্তরের শঙ্কে হাঁটি ।।
সহজ ফিকে ক্ষিপ্র শরীর
তাও ওড়ে না ঊর্ধ্বপানে
অদ্য হত অসাড় জীবন
তলায় কেবল সন্দিহানে ।।
জীবন চূড়ায় ঝঞ্ঝা দাপট
গর্জনে ভয়...উত্তোলনে
জীর্ণ....মহান... উদ্বেলিত
তাও উড়ি না নিঃসরণে ।।
ধ্বান্ত চোখের অশ্রু সাগর
বেড়াই ভেসে অশ্রু জলে
অদ্য হত অসাড় জীবন
তলায় কেবল তার অতলে ।।