জ্বলন্ত ছাইয়ের আগুনে উত্তাল জলের ঢেউ
দুরারোগ্য অসুখে নেভে না প্রতাপ তা সত্ত্বেও
রক্তাক্ত চোখ, বিষাক্ত আঁধারের ভয়াবহতায়
মৃত্তিকার সাথে লুপে যেতে থাকি বেপরোয়ায় ।।
কপালে উষ্ণতায় ছাই হয় পুড়ে সিক্ত কাপড়
অবিশ্রান্ত স্তন টেনে মাথা রাখি বুকের উপর
স্পন্দিত নাদে বদলায় মুহুর্ত স্থির অবকাশে
সন্ত্রাস কাঁপুনের শব্দ শুনি নিঝুম নিঃশ্বাসে ।।
বিছানায় পোড়া গন্ধ ভাসে নরম পরিচ্ছদে
আয়োজন এখনই দূর্গ দুয়ারের নিঃশব্দ পদে
অন্ধের সন্ধি ঘুমন্ত এখন, বন্দীর রোগাশ্রয়ে
তেজস্বী ঘরে, এনেছি আঁধার বিকল সঞ্চয়ে ।।