ভাঙা ভাঙা সোপানে আলগোছে চলি
জেগে জেগে সারারাত করি.. গলাগলি
ঘুম নেই,.. ধুম নেই,..রাঙা চোখে ভোগ
ক্ষত... কত... পরানের শুনি অভিযোগ ।।
ঘরে ঘরে আলো জ্বালি মনে থাকে ঘোর
রূঢ়মুখে কালো হাসি, মিছে হাসা তোর
আগুনের বিভীষণে....পোড়ে খাতা পুঁথি
বিরাগের চোরা কথা.... জ্বলন্ত বিভূতি ।।
জানালার দ্বার খুলে... বায়ু আনি ঘরে
নিরলসে.. জ্বলা লিপি, শ্বাস দিই ভরে
বিবশেতে পুঁথি গেঁথে, ফেলি আঁখিজল
শত দোষে সদা দায়ী... বিরামে চপল ।।
ভাঙা ভাঙা... সোপানে, চলি হুঁশিয়ারে
ভেঙে যায় পাষাণের,.. ঘোর মনভারে
বিস্মৃত..... গৌরবে..... আপনারে বলি
অজেয়.... পরাভবে..... করি দলাদলি ।।