সংসার ভেঙে আবার গড়া, ভাঙনে আবার ঋণী
সাদৃশ্যের ভীত বিবাদে জগৎ, জগতের ভিত কিনি
ভ্রান্ত আলেয়ার আঁধারের গলিতে, সূর্যের ছলনা
বাতি জ্বালান মোম, পোড়ায় দেহ, গলিত উপাসনা ।।
নির্জন বিজন অসহ্য স্মরণ, মরণে দাহ্য পাহারা
বিষন্ন ধূসর মানুষের চোখে ক্ষুধিত লোলুপ ইশারা।
বহুমুখী প্রতিভা গগনে অসীম অতিকায় মস্ত ডানা
মুখোমুখি মুখ হিংসার রূপ সংঘাত মননে আস্তানা ।।
ভীড় ঠেলা পথ, নির্জনের মাঠ, মরণের কোলাহল
ফেলা আসা দিনে, প্রান্তীক শোকে ঝরাই অশ্রুজল
ভিজে মাটি কাদায়, দুই হাতে ভরাই ভিন্ন সমাপনী
সংসার ভেঙে গড়েছি আবার, ভাঙনে হয়েছি ঋণী ।।