সীমানা জুড়ে  প্রতিদ্বন্দ্বী,
                 প্রতিটি  নিঃশ্বাসে
সান্ত্বনা জাগাই
            মরণের  অনন্ত পথে,
সুদূর দিগন্তের  দূরত্ব
            পেরোনোর  আগেই
অতৃপ্ত  বাসনায়, তবুও..
    লোভাতুর  আমি
              জীবনের খেয়ালে।

ছিনিয়ে  নিয়ে যায়
       কখন  উলঙ্গ নশ্বরতায়
সখ্য করে  ভাগ্য
  মুখোমুখি  এসে দাঁড়ায়
আয়ব্যয়ে
          অপুণ্যের খতিয়ান
বিচার্যের হাতে,

মূলবিচারের  গণিতকে..

কাঠগড়ায়  সাজানো হয়  মৃত্যুদণ্ড।