মৃত্যু শোকে  মৃত্যু আমার
          ভস্ম ধুলো  শরীর গায়ে
তলিয়ে যাবো সুমুখ কূপে
        দু-খানি হাত  রই বাড়ায়ে।

ঘুমের ঝোপে  স্বপ্ন মাতাল
            নক্তচরের  পন্থা  ছিঁড়ি
মুখ ডুবিয়ে  গ্রাস চুষে খাই
            রক্ত পুঁজের পণ্ড সিঁড়ি।

হাতের কাছে  তীর্থ আমার
            কীর্তি  সুলভ মুহুর্তেরা
ধর্মনাশের  পূণ্য পাপের
         ভিক্ষে করেন  বৈষ্ণবেরা।

ঢেউ সরোবর  নিবিড় তরল
            স্বর্গ ভাসে  আর্তনাদে
চোখ  পুড়ে যায় সান্নিপাতে
           জ্যান্তদাহ  আত্মফাঁদে।

দুঃসাহসে পথ  খুঁজে পাই
          আপন করি  আলিঙ্গনে
তীর্থে গমন  অধীর মরণ
        সুদূর পথের  ক্লান্ত  মনে।

দুঃস্বপনে  যাক তলিয়ে
        খটকা এখন  রহস্য প্রাণ
উন্মাদনের  অহংকারে
      অন্ত-ধ্বনির  পাই অনুমান।

মৃত্যু এখন  কঠিন আঙুল
         আলগা করে  নিরুদ্যমে
শিথিল দেহ  কঠিন শিলায়
          আচ্ছাদিত  সত্ত্ব- ক্রমে।

ভুল ধারণার  পাথর ভেঙে
          মিথ্যা যুঝে  সত্য মানি
মৃত্যু  আমার  নিত্য পথে,
      বাড়িয়ে থাকে  হাত দু-খানি।