কাদা মাখা ঘাটে, তলিয়েছে ঘড়া
ভেজা পচা কাঠে, উঠে ভেঙে পড়া ।।
ভেজা মতি ছায়ে, করজোড়ে গান
সাদা ধুতি গায়ে, ভেসে যায় প্রাণ ।।
জল ভরা চোখে, ঢেউ চোখে জল
নিথরতা শোকে, খেপা... অবিরল ।।
বুকে বহা ভারে আঁখি জলে ভরা
জ্বলিত প্রহারে.. তেরো দিন খরা ।।