গায়ের চাদর  উড়িয়ে দিয়ে
                  রঙ মেখেছি  শৈত্য ধূপে
গগন তলে  যে ছুঁয়ে  যায়
                রুক্ষ মাঠে  কোমল রূপে ।।

যার পায়ে আজ  পা মেলেছি
                     পথ চলেছি  দূরান্তরে
ঘাসের ডগায়  শিশির কণা
                   দুলছে তখন  অনন্তরে ।।

সকালবেলায়  সর্ষে ফুলে
               নীহার ঝরে  হিমেল বায়ে
অমিশুকে  হলুদ ছাওয়া,
               তৃণের চাদর  রয় বিছায়ে ।।

তৃষ্ণা লোলুপ  আত্মরতির
                    উল্লাসে ধায়  মধুকরে
বিশ্ব প্রাণে  মাতাল ব্যোমে
                 নেচে  বেড়ায়  নিদ্রাচরে ।।

চিত্র এখন  আকাশ ঘিরে
              চিত্রকরের  আঁকার  সময়
রঙ গলে যায়  তুলির টানে
                 আকর্ষণের  গম্যতা চয় ।।

দৃষ্টিসীমায়  মত্ত লেখক
             কাব্য রচে  পাতায় পাতায়
দীপ্তি যে তার  খ্যাপার মতি
              আপন মনন  নিশ্চয়তায় ।।