কোন মোহনে  রূপের আগুন  স্পর্শ  করি..!
সেই দহনে  ঝালিয়ে সোনার  গয়না গড়ি।
অরব  আমার  সম্মোধনের  ধেয়ান স্মরি
সহনশীলে   লঙ্ঘনে  তা.....গলায় পড়ি ।।

জগৎ ভূমে   শরীর হারাই   যার  আঁচলে
আলিঙ্গনে  আঙুল চালাই  তার  অতলে।
কামড় দিয়ে  দুধ  চুষে  খাই  দৈত্যবলে
বন্দী  শহর  আলগা করি... রাত মহলে ।।

পা  ছুঁতে চাই  অগ্নিকামুক  গুমোট রাতে
নিবিড় প্রহর  পাহারা  দিই....সান্নিপাতে।
জ্যান্ত চোখের  বারুদ গোলার  যন্ত্রণাতে
চুপ করে ঠাঁই  দাঁড়িয়ে দেখি  আশঙ্কাতে ।।

লক্ষ জীবন, ছাই  হয়ে  যায়  লক্ষ্য করে।
বক্ষে  আমার  তীব্র কাঁপন, জীবন  ভরে।
সব  ভুলেছি, যা  ভুলি নি, সেই...প্রহরে
দুই চোখে তার  রক্তসাগর, রোষ লহরে ।।