উঠে দাঁড়িয়ে  আবার  ভেঙে পড়লাম,
   বুকের উপর আঁচড় কেটে  লুকোতে যাই,
   কানের গর্তে  বিভীষণ অন্ধকারে,
   ঘুমন্ত নিঃশ্বাসের  ধীশক্তি লোপ পায়
জীবনান্তের  সীমান্তে।

নাকের প্রবাহিত বায়ুর  স্থাবর প্রসারণে
থেমে যায়  সমুদ্রের উত্তাল ঢেউ,
ঝড়ের আঘাত, ধরণীর বুকেতে
শূন্যধাবনে  বয়ে চলা তরণী  নিরাশ্রয়ে  ডুবে যায়
জারিত সিন্ধুর গর্ভাশয়ে।

এখন তার চিহ্নটুকু  রেখে যাই  অন্বেষণ করে
পাহাড়ের  চূড়া বেয়ে  গলে পড়া
  সূর্যের  ক্ষারিত জীবন, ফুরিয়ে যাবার আগে
রয়েছি  প্রতীক্ষিত...
দূরন্ত বাহাদুরে  উঠে দাঁড়াবো, এই বিশ্বাসে।